বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের কালিয়া উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনতাই হওয়া আসামি ছাব্বির শেখকে (২৫) গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। এছাড়াও ছিনতাইয়ের মামলায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। ছিনতাই হওয়া আসামি ছাব্বির শেখ উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে। গ্রেফতার অন্য দুজন হলেন চাঁদপুর আলিম শেখের ছেলে নিশান শেখ ও মৃত হাজী ওসমান মোল্যার ছেলে জাহিদ মোল্যা। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখকে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রজু করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছাব্বিরকে শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এসময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া আসামি ছাব্বির শেখসহ আসামি ছিনতাইয়ের মামলায় আরও দুজনকে গ্রেফতারে করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।